সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে: জেইউবি

পেশাদার সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে মানুষের কল্যাণে কাজ করতে হবে। পেশাগত উৎকর্ষ সাধনে প্রশিক্ষণ দিয়ে গণমাধ্যকর্মীদের সমৃদ্ধ করার আহ্বান জানিয়ে সাংবাদিক ইউনিয়ন বরিশালের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সাইফুর রহমান মিরণের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যকরী কমিটির সদ্য প্রয়াত মোশাররফ হোসেনের আত্মার শান্তি কামনায় এক মিনিটের নিরবতা পালন করা হয়।
সভায় বক্তারা সাংবাদিক ইউনিয়ন বরিশালের সদস্যদের ঐক্যবদ্ধ থেকে সংবাদ পরিবেশন এবং মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান। গণমাধ্যমকর্মীদের সকল দুঃসময়ে তাদের পাশে থেকে মানসিক ও আর্থিক সহযোগিতা দিতে আর্থিক সচ্ছলতার দিকে নজর দেওয়ার জন্য গুরুত্বারোপ করা হয়। তারা বলেন বরিনশালে অনেকগুলো পত্রিকা বের হলেও নতুন রিপোর্টার সৃষ্টি হচ্ছে না। এব্যাপারে বেশি বেশি প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করার জরুরী। সাংবাদিক ইউনিয়ন বরিশালের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনার মাধ্যমে এই শূণ্যতা দূর করারও আহ্বান জানায় বক্তারা। এছাড়া সংগঠনকে আরও গতিশীল করা, সদস্য সংগ্রহ এবং আসন্ন জানুয়ারীতে বার্ষিক বনভোজন ও মিলন মেলার আয়োজনসহ নানামূখী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বিশেষ সাধারণ সভা এবং মোশারফ হোসেনের মৃত্যুতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা এমএম আমজাদ হোসাইন, মুরাদ আহমেদ, সহসভাপতি রাহাত খান, নির্বাহী সদস্য গোপাল সরকার, আকতার ফারুক সাহিন, মিজানুর রহমান, কোষাধ্যক্ষ শাহিন ফাফিজ, জিয়াউদ্দিন বাবু, বেলায়ত বাবলু, এম. জহির, মুসফিক সৌরভ, সৈয়দ মেহেদী হাসান, পারভেজ রাসেল, ফারুক লিটু, মেহেদী হাসান, অনিকেত মাসুদ, মীর নাজমুল, সুমাইয়া জিসান।
সভা চালাকালিন সময় আকস্মিক উপস্থিত হন মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও সমাজ সেবক মাহমুদুল হক খান মামুন। তিনি সাংবাদিক ইউনিয়নের মঙ্গল কামনা করেন। একই সঙ্গে তিনি সাংবাদিকদের উন্নয়নে ১ লাখ টাকা অনুদান দেন। একই সময় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়বাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ ২৫ হাজার এবং ক্লাবের সাবেক সহসভাপতি কাজী মামুন সাংবাদিক ইউনিয়ন বরিশালকে ১০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। আগামীতেও তারা সাংবাদিক ইউনিয়নের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
এসময় সাংবাদিক ইউনিয়ন বরিশাল এর সভাপতি সাইফুর রহমান মিরণ বলেন সাংবাদিকদের ধারাবাহিকভাবে একে অপরের পাশে থাকতে হবে। সুসময় এবং দুসময় সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগ বলেন সাংবাদিক ইউনিয়ন বরিশাল পেশাদারী পরিচয় বহনের একটি সংগঠন সে পরিচয় আমরা নেতিবাচক ভাবে ব্যবহার করবো না।
বিশেষ সাধারণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসাধারণ সম্পাদক কাওসার হোসেন রানা, সদস্য অপূর্ব অপু, গিয়াস উদ্দিন সুমন, মু. লতিফুর রহমান জাকির, এম মোফাজ্জেল, গোবিন্দ সাহা, সাহিন সুমন, মো. নাছির উদ্দিন, কে. এম নয়ন, খান রুবেল, শাকিউজ্জামান মিলন, সাঈদ পান্থ, নারায়ন সাহা, ইফতেখার মাহমুদ শাকিল, অমিত হাসান অভি, এন. আমিন রাসেল, তন্ময় নাথ, জুয়েল রানা, মো. আবুল বাশার, আদনান অলি, মো. রেদোয়ান রানা, সুকান্ত অপি, আল আমিন সাগর,শাওন খান, মো. সাজ্জাদ হোসেন, মো. নাঈম হোসেন, খান আব্বাস, সোহাগ, রুহুল আমিনসহ অন্যরা।